গলাচিপার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের আজাহার প্যাদা (৪০) গৃহহীন হিসাবে প্রধানমন্ত্রীর দেয়া একটি ঘর বরাদ্দ পান। ওই ঘরের প্রতি চোখ পড়ে প্রতিবেশি মোশারেফ হাওলাদারের। তিনি আজাহার প্যাদার ঘরটি দখল নিতে মঙ্গলবার স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়।
আজাহার প্যাদা বাধা দিলে হামলাকারীরা তাছলিমা (৪৫), আজাহার (৫০), নাজমা (২৩) ও সীমাকে (১৮) বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় গলাচিপায় থানায় অভিযোগ করা হয়েছে।
অবিযোগ সূত্র জানা গেছে, আজাহার প্যাদা ও মোশারেফ হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে ইতিপূর্বেও বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে প্রতিপক্ষ মোশারেফ হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলা ও ঘর দখলের পায়তারার বিষয়টি সম্পূর্ন অস্বীকার করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনাস্থলে দুই গ্রুপের বিরোধের বিষয়টি দুইজন পুলিশ অফিসার পাঠিয়ে নিষ্পত্তি করা হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com