নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, মঙ্গলবার রাতে চকচন্ডি বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ফারুক আহমেদ এর নেতৃত্বে উপজেলার চকমহেষ এলাকার রাস্তায় অভিযান চালান।
অভিযানে ১ শত বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ১২৫ সিসি হিরো মোটরসাইকেল সহ পার্শ্ববতী পত্নীতলা উপজেলার মৃত রইচ উদ্দীনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫) কে আটক করেন।
অপর দিকে একই রাত ১১টায় উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী গোপাল চন্দ্র এর নেতৃত্বে ওই এলাকার মাঠে অভিযান চালান। অভিযানে কালুপাড়া এলাকার মো. ময়েজ উদ্দীনের ছেলে মো. মিজানুর রহমান (৩৪) কে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১কেজি গাঁজা সহ আটক করেন।
পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে নওগাঁ জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com