চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র জননেতা সৈয়দ মনিরুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২শে এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, প্রায় ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব কাঁধে নিয়েছি। এছাড়াও ৬৩ লাখ ৬৭ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পৌরসভার যে সমস্ত সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে। পৌরসভায় প্রয়োজনের অতিরিক্ত কর্মচারী রয়েছে, তাদের নিয়োগের বৈধতা নেই। এটি বাড়তি চাপ।
তিনি আরও বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জনগণকে সাথে নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমি কাজ শুরু করবো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ফারুক ইসলাম টুটুল, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর সাদিকুল ইসলাম সাদেক, আজিজুর রহমান, গোলাম আজম ও সচিব মোবারক হোসেন প্রমুখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com