সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ফেসবুক আইকন সাংবাদিক মামুন বিশ্বাস।
বৃহস্পতিবার (৬ মে) সকালে স্বাস্থ্যবিধি মেনে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ফেসবুকের অর্থায়নে ও মামুন বিশ্বাসের আয়জনে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া ফরিদ চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন ১ শত দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল,আলু ২কেজি,পিয়াজ ১ কেজি,তৈল ৫০০ গ্রাম,লাচ্ছা ২প্যাকেট সেমাই ১প্যাকেট লবণ ১কেজি,মিচরি দের কেজি,ডাউল ১কেজি, সাবান এক পিছ,মরিচ ১প্যাকেট,হলুদ ১প্যাকেট,মুড়ি অর্ধ কেজি,মুরগি ১পিছসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি থানা অফিসার ইন্চার্জ (ওসি) গোলাম মোস্তফা,বড়ধুল ইউপি’র সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ,সাংবাদিক মামুন বিশ্বাস, যুবলীগের সাবেক যুগ্ন-আহব্বায়ক ফারুক সরকার,যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলসহ সাংবাদিকবৃন্দ।
এসময় মামুন বিশ্বাসসহ উপস্থিত ব্যক্তিবর্গ জানান, মামুন বিশ্বাসের মত সবাই যার যার অবস্থান থেকে দুস্থ অসহায়দের সহযোগীতার হাত বাড়ালে তাদের কষ্ট লাগব হবে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com