জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের রহমতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্থ স্থান পরির্দশন ও ৩টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও সাবেক বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল, জেলার সহঃ সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম, ইঞ্জিঃ আব্দুল বাতেন, এ্যাডঃ আব্দুল মোমেন ফকির, এ্যাডঃ লুৎফর রহমান, মাওঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন বালা-মুসিবত আল্লাহর নিকট থেকে আসে এটি বান্দার জন্য পরীক্ষা। এতে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করে তাঁর পথেই সবাইকে চলতে হবে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com