সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাহিদ -আল হাসানের পরিচয়ে মোবাইলে ৩ দোকান মালিকের কাছে চাঁদা দাবি করেছে ।
(৫মে ) বুধবার রাতে চৌহালী উপজেলা সহকারী কমিশনার ভুমি পরিচয় দিয়ে ৩ দোকান মালিকের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করা হয়।পরে চাদা -দাবির বিষয় জানাজানি হলে তাৎক্ষনিক নম্বর বন্ধ করে প্রতারক চক্র।
এ বিষয়ে উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিদ আল হাসান প্রতিবেদকে বলেন, আমার সরকারি -ব্যক্তিগত নম্বর একটাই।
যদি কেউ আমার পরিচয় দিয়ে অনৈতিক সুবিধার দাবি করে আমার ব্যক্তিগত (০১৭৮৮৬২৭৭৬৫)নম্বরের জানানোর অনুরোধ করেন ৷প্রতারিত কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি এখন বন্ধ ৷
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com