বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারাবাসীর সেবা করে যেতে চাই-এমপি আবুল কালাম আজাদ প্রচন্ড দাবদাহে পথচারী ও শ্রমজীবীদের মধ্যে হাতীবান্ধায় শরবত বিতরণ কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছালাম মৃধার উঠান বৈঠকে জনতার ঢল নিজেই এখন গরম ও লোডশেডিং চলচ্চিত্র শিল্পী সমিতির দুঃখ প্রকাশ,দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের মে দিবসের প্রস্তুতি সভা মাদক অপরাধ করতে উৎসাহিত করে : রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর আদালতের নির্দেশে বগুড়ার নন্দীগ্রাম থেকে উদ্ধার হওয়া মূর্তি মহাস্থান জাদুঘরে হস্তান্তর লিগ্যাল এইড’র পক্ষ থেকে রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩১ পরিবারকে আর্থিক সহযোগিতা

৩১ অক্টোবর মঙ্গলবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের তিঁতুরকান্দি, মালা, বড়বাগ ও টগরবন্দ এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে চোখের সামনে নিমিষেই লন্ডভন্ড হয়ে যায় অর্ধশতাধিক বাড়ি-ঘর।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়সম্বল হারিয়ে অর্ধাহারে দিনাতিপাত করছিলেন।অনেকে খোলা আকাশের নিচে কেউ বা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এলাকাবাসীর এমন নিদারুন কষ্টের অংশীদার হিসাবে আজ ৩১ অক্টোবর মঙ্গলবার বিকালে অত্র এলাকায় লন্ডভন্ড ও নিদারুণ চিত্র নিজ চোখে দেখা ও ক্ষতিগ্রস্তদের অার্থিক সহযোগীতা করার জন্য ছুটে আসেন মানবিক হৃদয়ের মানুষ পাচুড়িয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এসএম মিজানুর রহমান।

টগরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমু ক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল এর পরিচালনায় টগরবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ১৩১ টি পরিবারের প্রত্যেককে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম, ইউপি সদস্য শামীম মল্লিক, আলী আজম, পুটু মিয়া সহ অত্র ইউনিয়নের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএম মিজানুর রহমান তার বক্তব্যে বলেন আমি আপনাদের ভালবাসা নিয়ে সব সময়ই অসহায় হতদরিদ্র পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ্।

তিনি আরও বলেন আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে জনসাধারণের সাহায্য সহযোগিতা ও সেবা করা এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে, পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে আমার বাকি জীবন আলফাডাঙ্গা উপজেলার জনগণের সেবায় ও কল্যাণে কাটাতে চাই, আমার এ ধরনের সাহায্য সহযোগিতা চলমান থাকবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x