পাইকগাছা থানা পুলিশ ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আসামী শেখ নূর মোহাম্মদ উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের শেখ মোনতাজ আলীর ছেলে।
ওসি (তদন্ত) মোল্লা খালিদ হোসেন জানান, আসামী নূর মোহাম্মদ পাইকগাছা আদালতের সিআর ৫৭১/১২ নং মামলার আসামী। মুসলিম পারিবারিক আইনে দায়েরকৃত মামলায় নূর মোহাম্মদের ৩ বছরের সাজা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক নূর মোহাম্মদকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com