পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান।
রবিবার (৯ মে) সকালে এক বানীতে তিনি কালীগঞ্জ উপজেলার সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানায়।
নাজনীন রহমান বলেন, ঈদের চাঁদ মুসলিমের মাঝে নিয়ে আসে ত্যাগের মহিমা,খুশি ও আনন্দের অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতর আমাদের সমাজে ধনী-গরিব, উঁচু-নীচু সকল ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানো তথা ভ্রাতৃত্ববোধের শিক্ষা দান করে।
অসহায়,গরীব, দুঃস্থ, ও দরিদ্র মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সম্মৃদ্ধি আর ভালোবাসা। সবাইকে ঈদ মোবারক।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com