পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব কুদরত-ই-খোদা খোকনের রুহের মাগফিরাত কামনায় এতিম ও মাদ্রাসার শিশুদের সৌজন্যে ইফতার ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সাথে পরিবারের পক্ষ থেকে এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য এবং ঈদ-সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শুক্রবার পর্যন্ত আড়াই’শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এদিকে শুক্রবার সন্ধ্যায় পৌর সদরের বালিকা বিদ্যালয় সংলগ্ন আলহাজ্ব এসএম কুদরত-ই-খোদা খোকন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মরহুমের দুই ছেলে ব্যবসায়ী ফয়সাল মাহমুদ অপু ও বিশিষ্ট টিভি সাংবাদিক তৌফিক মাহমুদ মুন্না।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সেলিম রেজা লাকি, যুবলীগনেতা শিকদার আবু হানিফ সোহেল, ব্যবসায়ী শাহরিয়ার ও মাদ্রাসার ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মোঃ রাশেদুজ্জামান। উল্লেখ্য, ২০১৮ সালের ২১ নভেম্বর আলহাজ্ব কুদরত-ই-খোদা খোকন মৃত্যুবরণ করেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com