লেখকঃ তাসফীর ইসলাম (ইমরান)
বাবা মানে শ্রদ্ধা,
বাবা মানে ভালোবাসা।
বাবা মানে জীবন যুদ্ধে দীঢ় অঙ্গীকার;
বাবা মানে সাহস,
বাবা মানে শক্তি
বাবা মানে ঘুম ভাঙ্গানো পাখি।
বাবা মানে অনেক চাওয়া-
বাবা মানে অনেক পাওয়া-
বাবা মানে বিজয়,
বাবা মানে বিজয়ের স্বপ্ন।
বাবা মানে শাসন,
বাবা মানে আদর:
বাবা মানে হাজারো বিকেল
সন্তানের ছেলেবেলা।
বাবা মানে গ্রীষ্মের দুপুরে সন্তানের শীতলতা।
বাবা মানে শীতের রাতে সন্তানের উষ্ণতা।
বাবা মানে সন্তান জীবন তরীর একমাত্র নাবিক।
বাবা মানে শত আঘাতের একমাত্র বন্ধু।
সন্তানের প্রতিটি কোষে আঁকা বাবার অস্তিত্বের পদচিহ্ন।
বাবা মানে রোজ সকাল পুতুল পুতুল খেলা।
বাবা মানে জমিয়ে রাখা সন্তানের অন ঋণ।
ভালবাসি শুধু ভালবাসি
বাবা তোমাকে অনেক ভালবাসি,
কাল থেকে কালান্তর
বাবা তোমাতেই ফিরে আসি।
তোমাকে বাবা তোমাকেই ভালবাসি
বাবা তোমাকে।
ভালবাসি শুধু ভালবাসি
বাবা তোমাকে বড্ড ভালবাসি।
লেখকঃ তাসফীর ইসলাম (ইমরান)
– রিপোর্টার, কলামিস্ট, সাহিত্যিক
শিক্ষার্থীঃ সার্ভে ইঞ্জিনিয়ারিং, বাসাই
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com