খুলনার পাইকগাছায় আলমতলার নির্মানাধীন কৃষি কলেজের নিকটে একটি নিমগাছের ডালে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী লাশের পরিচয় জানতে পারেনি। শনিবার গভীর রাতের যে কোন সময় কে বা কারা অজ্ঞাত যুবককে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে বলে পুলিশ ও স্থানীয় লোকেরা প্রাথমিক ভাবে ধারণা করছে।
মৃত যুবকের শরীরে কাঁদা মাটি ছিল। তার গাঁয়ে জামা ছিল না, তার একপায়ে একটা মুজা থাকলেও অন্য মুজাটি ৫ / ৬শ গজ দুরে থেকে পুলিশ আলামত হিসাবে উদ্ধার করে।
সকাল সাড়ে দশটায় সিআইডি পুলিশ ঘটনাস্থলে এসে লাশটির সুরত হাল রিপোর্ট শেষে মর্গে পাঠিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি ঘটনাস্থল পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন। ওসি (তদন্ত) মোল্লা খালিদ হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, মেডিকেল রিপোর্ট আসার পরে জানা যাবে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com