আজ ২৬/০৪/২০২১ ইং তাং রোজ সোমবার সময় দুপুর ২টা পোরশা উপজেলার নিতপুর খাদ্যগুদামে গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন পোরশা উপজেলা প্রশাসনের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা , উপজেলা খাদ্য কর্মকর্তা রতন কুমার প্রামানিক, (OCLSD) নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আঃ মাতিন, সরাইগাছী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা,প্রেস ক্লাবের সভাপতি ও নিতপুর ইউনিয়ন আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শ্রমিক সাংবাদিক বৃন্দ, গম চাষীগন অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অত্র নিতপুর খাদ্য গুদামে ও সরাইগাছী খাদ্য গুদামে সর্বমোট -১৩৩৫ মেঃ টঃ গম ২৮/= (আটাইশ) কেজি অর্থাৎ ১১২০/= (এগারশত বিশ) টাকা মন দরে সংগ্রহ করা হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com