<নিরবে কান্না >
শব্দ করে অভিনয়ের হাসিটা
দেয়া যায় ঠিকই।
কিন্তু সত্যিকারের কান্নাটা–
নীরবে করে যেতে হয়।
কেননা, মানুষ নিজের
অজান্তেই অতি সাধারণ।
আবার নিমেষেই খুব কঠিন হয়ে যায়।
কিছু টা মেঘের মত ছায়া যদি নামে,
কিছুটা বিষাদ আসে সন্ধ্যার খামে।
আমার ভিতর খুজে দেখি,
কোথাও নেই সেই মন।
তবুও কেন ছুটে চলে,
মানুষের মাঝেও সেই প্রিয়জন।
<সুখ>
স্বার্থে ভরা দুনিয়াতে সুখ খুঁজেছি।
সকাল, সন্ধ্যা, দুপুরে,
সুখের খোঁজে দুঃখ পেয়েছি,
বলিবো আমি কাহারে।
সুখ খুঁজেছি গ্রাম বন্দরে,
পাইনি তাহার দেখা।
এখন আমি বুঝে গেছি,
সুখের আশায় বেঁচে থাকাই বৃথা।
কষ্ট পেতে জন্মেছি আমি,
সুখ পেতে নয়,
তাইতো সবাই আমার সাথে করে অভিনয়।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com