৭১ টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মো: ইমরান টিটুর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যে মামলার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে গণমাধ্যম কর্মীদের অংশ গ্রহণে এক প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে প্রেসক্লাব দুমকির আয়োজনে স্থানীয় বিশ্ববিদ্যালয় স্কয়ার সড়কে অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল আহম্মেদ প্রধান অতিথি ছিলেন।
প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,সাংবাদিক মো. হারুন অর রশিদ, মো. এবাদুল হক বাদল, আনিসুর রহমান,মো. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, সৈয়দ আতিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com