হৃদয় শীল,মধুখালী প্রতিনিধিঃ–
“সড়ক যেন মৃত্যু ফাঁদ” বলছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুখালী – বেলেশ্বের বাইপাস সড়কের। উপজেলার রেলগেট থেকে গাজনা – বেলেশ্বর সড়কে একটু বৃষ্টি হলে সড়কে জমে যায় পানি, সড়ক দিয়ে চলাচল যেন বড়ই নাজুক ব্যাপার।
মধুখালী থেকে বেলেশ্বর দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার সড়ক পাড়ি দিতে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয় এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের।
সড়কে খানাখন্দ রযেছে বড় বড় গর্ত, এ সড়কটি দিয়ে চলাচল করতে যাত্রী ও চালকদের ভোগান্তির যেন শেষ নেই।
সরোজমিনে গিয়ে দেখা যায়, কোথাও রয়েছে কংক্রিটের পিচ ডালাই, কোথাও আবার উঠে গেছে ডালাই তারপর খানাখন্দের তো শেষই নাই।
স্থানীয় ও এলাকাবাসী জানায়, এই রাস্তাটির আমাদের একমাত্র চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খানাখন্দে ভরা, নির্মানের আশ্বাস দিয়েও সংষ্কার হচ্ছে না, অতি দ্রুত সংষ্কারের দাবি জানাই।
গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, এই সড়কটি টেন্ডার পেয়েছিলেন বরকত মন্ডল তিনি আটক হওয়ার পর কাজ বন্ধ রয়েছে
টেন্ডারটির মেয়াদ শেষ হওয়া পর নতুন করে আবার কাজ শুরু হবে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com