তাসফীর ইসলাম (ইমরান):
বাংলাদেশের তারুণ্যের সবচেয়ে প্লার্টফর্ম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত অরাজনৈতিক সংগঠন জাগ্রত তারুণ্য।
জাগ্রত তারুণ্যের মানবিক ডাক্তার ইউনিটে কাজ করবে ডাঃমোহনা।
জয় বাংলা ইয়ুথ অাওয়ার্ড প্রাপ্ত সংগঠন জাগ্রত তারুণ্য। ইতিবাচক নানা কাজের মাধ্যমে ইতিমধ্যেই দেশের সকলের কাছে পরিচিত এক নাম।বাংলাদেশের মেধাবী তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনে নামকরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হচ্ছে ডাক্তাররা।
ডাঃ মোহনা তিনি স্কয়ার হাসপাতালে কর্মরত অাছেন। জাগ্রত তারুণ্যের ইতিবাচক কাজে তিনি অনুপ্রাণিত হয়েই।মানবিক ডাক্তার ইউনিটে যুক্ত হওয়ার জন্য অাগ্রহ প্রকাশ করেন। তিনি ফ্রি চিকিৎসা সেবা,টেলিমেডিসিন সেবাসহ নানা ইতিবাচক কাজে নিজেকে যুক্ত রাখবেন। অসহায় মানুষদের জন্য সহায়তা করার প্রবল ইচ্ছা তার।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com