সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের নামে নয় ছয়। ৭০ জন শ্রমিকের স্থলে মাত্র ৩৫ জন শ্রমিক প্রকল্পে কাজ করছে।
জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মস্থান কর্মসূচীর (ইজিপিপি) আওতায় ২য় পর্যায়ে ওয়েজ কষ্টের গৃহিত প্রকল্প তালিকায় ৫৮ নং ক্রমিকে উল্লেখিত হাট পাঙ্গাসী কালী মন্দিরে মাটি ভরাট ও দেউলমুড়া ছোরমানের বাড়ি হতে নুরুল হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ৭০ জন শ্রমিকের বিপরীতে ৫ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ হয়।
প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য শামসুল আলম খোকন পিআইওর সাথে যোগ সাজস করে প্রতিদিন ৭০ জন শ্রমিকের স্থলে ৩৫ জন শ্রমিক কাজ করলেও পিআইওর হাজিরা খাতায় ৭০ জন শ্রমিকের হাজিরা দেখানো হচ্ছে।
এই প্রকল্পে পুকুর চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল মঙ্গলবার রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের কয়েক জন মিডিয়া কর্মী উক্ত প্রকল্পে পরিদর্শনে যান। সেখানে ৭০ জন শ্রমিকের স্থলে মাত্র ৩৫ জন শ্রমিক কর্মস্থলে পাওয়া যায়।
এ ব্যাপারে পিআইও গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রকল্পটি তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান।
এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান খোকনের কাছে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com