নরসিংদীতে করোনায় কর্মহীন ৪৯ জন শিল্পী, কলা-কুশলী, কবি সাহত্যিক ও অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩মে) জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিতদেও মাঝে তুলে দেন।
প্রথমে ৪৯ জন সংস্কৃতি কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকার অর্থ তুলে দেন। পরে ৪৪ জন্য অসহায় দরিদ্রের মাঝে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের অর্থ তুলে দেয়া হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান এনডিসি মেহেদী হাসান কাউসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কর্মহীন ৪৯ জন শিল্পী, কলা-কুশলী ও কবি সাহত্যিকদের প্রত্যেককে ১০ হাজার টাকা হারে সর্বমোট ৪ লাখ ৯০ হাজার টাকা ও জেলা প্রশাসকের অর্থায়নে ৪৪ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ২ লাখ ২০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com