শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মঈনুদ্দীন

সারাদেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা।এ বছর জেলায় ৪৬৮টি মণ্ডপে হচ্ছে শারদীয় দুর্গোৎসব।জেলার ৯টি উপজেলায় ৩৮৯টি এবং মহানগরে ৭৯ মণ্ডপে ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে শুক্রবার পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিকে দুর্গোৎসব উপলক্ষে এক বাণীতে তানোর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মঈনুদ্দীন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে উপজেলা যুবলীগ নেতা মঈনুদ্দীন বলেন, ‘বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।দুর্গাপূজার সঙ্গে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি।দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও।দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন এবং অর্চনার পাশাপাশি সকলে আনন্দ-উৎসবে মিলিত হন।তাই এ উৎসব সর্বজনীন।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x