শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুল

২৩ অক্টোবর সোমবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ জাটিগ্রাম, জাটিগ্রাম ও বেজীডাঙ্গা এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে চোখের সামনে নিমিষেই লন্ডভন্ড হয়ে যায় অর্ধশতাধিক বাড়ি-ঘর।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়সম্বল হারিয়ে অর্ধাহারে দিনাতিপাত করছেন।অনেকে খোলা আকাশের নিচে কেউবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এলাকাবাসীর এমন নিদারুন কষ্টের খবর শুনে ২৩ অক্টোবর সোমবার বিকালে অত্র এলাকায় লন্ডভন্ড ও নিদারুণ চিত্র নিজ চোখে দেখা ও ক্ষতিগ্রস্তদের অার্থিক সহযোগীতা করার জন্য ছুটে আসেন মানবিক হৃদয়ের মানুষ, বানা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, আফিনজা জুয়েলার্সের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী মনিরুল হক।

আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর পরিচালনায় মহিষারঘোপ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৮০ টি পরিবারের প্রত্যেককে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন তিনি।

এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান আহমেদ, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল চৌধুরী আহাদ, সহ সভাপতি মনির হোসেন, অত্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম, মোল্লা ফারুক, কৃষক লীগের সভাপতি আলমগীর হোসন সহ অত্র ইউনিয়নের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাজী মনিরুল হক তার বক্তব্যে বলেন, আমি আপনাদের ভালবাসা নিয়ে সব সময়ই অসহায় হতদরিদ্র পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ্।আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে জনসাধারণ সহযোগিতা ও সেবা করা এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে, পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে আমার বাকি জীবন আমার উপজেলার জনগণের সেবায় ও কল্যানে কাটাতে চাই, আমার এ ধরনের সাহায্য সহযোগিতা চলমান থাকবে, তিনি সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x