মোঃ তরিকুল ইসলাম(তুহিন খান)
আমাদের এই সমাজের যে ব্যক্তিরা প্রতিদিন সুস্বাদু খাবার খাই তারা অনেকেই মনেকরি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ, নিত্যনতুন পোশাক পরিবর্তন করা মানুষদের কাছে বস্ত্রহীন লোকেদের আর্তনাদ বোঝা বড্ড দুষ্কর।
নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট নই আমরা, আমাদের প্রচুর প্রয়োজন। যার সাইকেল আছে তার বাইক প্রয়োজন, যার অ্যান্ড্রয়েড আছে তার অ্যাপেল প্রয়োজন। কখনোই আমাদের প্রয়োজন ফুরায় না।
কখনো কি খেয়াল করেছি আমাদের থেকে খারাপ অবস্থায় যারা রয়েছে তাদের সাথে কেনো নিজেদের তুলনা করি না?
হয়তো তাদেরকে মাঝেমধ্যে গুটিকয়েক লোকেরা দয়ার দৃষ্টিতে দেখি। আমরা চাই যারা আমাদের থেকে উঁচু অবস্থানে আছেন তাদের মতো হতে।
মনে রাখবেন, আমরা আজকে যে অবস্থানে আছি এবং না পাওয়ার আক্ষেপে যে কষ্ট পাচ্ছি। ঠিক এই অবস্থানে আসার জন্য অন্য কেউ আল্লাহ তায়া’লার নিকট চোখের পানি ছেড়ে দোয়া করছেন।
এইযে ভারতের গুজরাটের ঘটনা, এক সিলিণ্ডার অক্সিজেনের জন্য এক ব্যবসায়ী নিজের সমস্ত ভুসম্পত্তি লিখে দিতে চেয়েও বাঁচতে পারেন নি।
অথচ, পৃথিবীর প্রায় আট বিলিয়ন মানুষ দু ঘন্টা না, দু বছর না, বছরের পর বছর বিনা পয়সায় অক্সিজেন পাচ্ছে।রহমতের এমন সাগরে ডুবে আছি বলেই- এটা যে কত বড় নেয়ামত তা আমরা উপলব্ধি করতে পারছিনা।
একবার শেখ সাদী (রহ:) আল্লাহ তায়া’লার কাছে বললো হে আল্লাহ আমি এতো বড় কবি, কিন্তু আমার পায়ে দেয়ার মতো জুতা নেই। এর পরে তিনি ঘর থেকে বেড় হলেন, ঘর থেকে বের হয়ে দেখে এক ব্যক্তির পা নেই। সাথে-সাথে সে সেজদায় গিয়ে মহান রবের নিকট ক্ষমা প্রার্থনা করে শুকরিয়া আদায় করে।
সুতরাং নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি বোঝার চেষ্টা করুন, আপনি আমি আমরা খুব ভালো অবস্থানে আছি।
আর সুযোগ পেলেই বলুন-
আলহামদুলিল্লাহ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com