শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সিংড়ায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের জয়কুড়ি দ্বিমুখী উচ্চ মোঃ সেলিম উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজিজুল হক এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ০৩ মে ২৩ ইং তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।পরে ওই গ্রামের মোঃ শিহাব হাসান পিতা মোঃ ইউনুস আলী অস্থায়ী অবস্থায় দীর্ঘ দিন যাবত ওই প্রতিষ্ঠানে নৈশ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসতেছে।সে বাড়িতে না থাকায় তাহার বাবা ইউনুস আলী দায়িত্ব পালন করাকালীন সময় গত ০৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় সে ওই প্রতিষ্ঠানে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য গিয়ে দেখতে পায় প্রতিষ্ঠানে কে বা কাহারা নতুন একটি তালা ঝুলিয়ে দিয়েছে।পরে আশপাশের লোকজন কে দেখালে তাহারা আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়।

অভিযোগকারী আরও বলেন, গত ১৫.অক্টোবর ২৩ ইং তারিখে আমার ছেলে শিহাব হাসানকে অস্থায়ী নিয়োগ হতে স্থায়ী ভাবে নিয়োগ এর জন্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় এর নিকট আবেদন করা হয়।ওই প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি অন্যদের মাধ্যমে ৩লক্ষ টাকা দাবি করে আমার ছেলের স্থায়ী নিয়োগের জন্য।টাকা না পারায় তাহারা গোপনে রাতে নতুন একটি তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানে ঝুলিয়ে দেয় ও মুল গেইট এ নতুন তালা ঝুলিয়ে দেয়।আমার ছেলের নিয়োগ বাতিল বিষয়ে কোন চিঠি বা মৌখিক ভাবে কিছু বলে নাই।পরে আমি উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছি।এমন অনিয়মের আরও অনেক তথ্য প্রমাণ আছে।

উক্ত ঘটনার বিষয় জয়কুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হকের কাছে জানার জন্য তাহাদের মোবাইল ফোনে একাধিক বার কল দিয়ে কোন সাড়া পাওয়া যায় নাই।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, লিখত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 7 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x