বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সিরাজগঞ্জে ক্যাবের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল কনজুমারস এ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ ক্যাব সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজনে সিরাজগঞ্জ মুজিব সড়ক চৌরাস্তার মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক সাংবাদিক হীরকগুন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীণ সিরাজগঞ্জের চেয়ারম্যান আশিক আহমেদ, ইডিপির নির্বাহী পরিচালক আবু জাফর খান, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত মানববন্ধনে অংশ নেন, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু, দেশ টিভির জেলা প্রতিনিধি সায়েম উদ্দিন, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দীলিপ গৌর, যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোকাদেশ সহ অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ, ক্যাব সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সহ অন্যন্য সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগন এবং ব্যবসায়ীগন।

মানববনন্ধ শেষে উপস্থিত সদস্যবৃন্দ মুজিব সড়কের বিভিন্ন দোকানে ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রাম ব্যবহার কেন নিষিদ্ধ? সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সরকার অনেক নির্দেশনা ও বিধিবিধান জারি করলেও মাঠ পর্যায়ে যথাযথ তদারকির অভাবে সরকারের অনেকগুলি ভালো উদ্যোগের সুফল জনগণ পায় না।তাই শুধু বিধিমালা তৈরি করলে হবে না।এর মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে ও নাগরিক পরিবীক্ষণ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =


অফিসিয়াল ফেসবুক পেজ

x